অনলাইন ডেস্ক, ২৩ নভেম্বর, ২০২৪: ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট-২০২৪ আগামী ৩ ডিসেম্বর ডম্বুরের নারিকেলকুঞ্জে সূচনা হবে। তাছাড়াও এই উৎসব আগামী ৯ ডিসেম্বর নীরমহলের রাজঘাটে, ১১ ডিসেম্বর জম্পুইহিলে এবং ১২-১৪ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে।
ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল সহ বিশিষ্ট শিল্পীগণ অংশ নেবেন। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউজ প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ত্রিপুরা পর্যটন দপ্তর এবং ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হবে।
৩ ডিসেম্বর সকাল ১১টায় ডম্বুরের নারিকেলকুঞ্জে এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ উপস্থিত থাকবেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী এদিন ডম্বুর লেইকে নবনির্মিত ব্রিজ ও হোমস্টের আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন।
সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও জানান, এই উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য হলো ত্রিপুরার ১৯টি জনজাতি গোষ্ঠীর সমৃদ্ধ ও পরম্পরাগত কৃষ্টি, সংস্কৃতি ও প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য রাজ্য ও বহির্রাজ্যের পর্যটকদের কাছে তুলে ধরা। পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো, পর্যটকদের কাছে রাজ্যের বৈচিত্র্যময় ঐক্যকে তুলে ধরা৷ তিনি জানান, এ উৎসব উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর অ্যাসোসিয়েশন অব ডোমেস্টিক ট্যুর অপারেটরস অব ইন্ডিয়ার ৭০ থেকে ৮০ জন প্রতিনিধি আগরতলায় আসবেন।
সাংবাদিক সম্মেলনে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্টের বিস্তারিত চিত্র তুলে ধরেন পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি। তিনি জানান, ৩ ডিসেম্বর ডম্বুরের নারিকেলকুঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকবে মিউজিক্যাল কনসার্ট, ১৯টি জনজাতি গোষ্ঠীর পরম্পরাগত পোশাক প্রদর্শনী, নৌকা দৌড়, অ্যাডভেঞ্চার স্পোর্টস, রকমারি খাদ্য উৎসব ইত্যাদি।
৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নীরমহলের রাজঘাটে প্রখ্যাত সংগীত শিল্পী নীহারিকা নাথ সহ বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। থাকবে মিউজিক্যাল কনসার্ট ও স্থানীয় খাদ্যের প্রদর্শনী। ১১ ডিসেম্বর জম্পুইহিলের ইডেন ট্যুরিস্ট লজে সন্ধ্যায় আয়োজিত হবে মিউজিক্যাল কনসার্ট, মিজো সহ স্থানীয় শিল্পীদের ব্যান্ড বাদন, নৃত্য, অ্যাডভেঞ্চার স্পোর্টস ও রকমারি খাদ্যের প্রদর্শনী। ১২ ডিসেম্বর অ্যাসোসিয়েশন অব ডোমেস্টিক ট্যুর অপারেটরস অব ইন্ডিয়ার ৭০-৮০ জন প্রতিনিধি আগরতলায় আসবেন।
তারা উজ্জয়ন্ত রাজপ্রাসাদের লাইট অ্যান্ড সাউন্ড শো পরিদর্শন করবেন। ১৩ ডিসেম্বর তারা ডম্বুর জলাশয় ও ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শন করবেন। ১৪ ডিসেম্বর স্থানীয় ট্যুর অপারেটর, হোটেল মালিকদের সাথে অ্যাসোসিয়েশন অব ডোমেস্টিক ট্যুর অপারেটরস অব ইন্ডিয়ার প্রতিনিধিগণ হোটেল পোলো টাওয়ারে বিতর্ক সভা ও বিজনেস টু বিজনেস আলোচনাচক্রে অংশ নেবেন। ১৪ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল, সৌরভী দেববর্মা সহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।