অনলাইন ডেস্ক, ০৫ ডিসেম্বর,২০২৪: মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে গত ৩ ডিসেম্বর ২০২৪ মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত মুঙ্গিয়াকামি বাজারে ‘চলো হাসপাতালে যাই’- কর্মসূচির অধীন এক পথনাটক মঞ্চস্থ করা হয়।
হাসপাতালে প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় আশা কর্মীদের দ্বারা ‘চলো হাসপাতালে যাই’ নামক এই নাটকটি পরিবেশন করা হয়। গর্ভবতী মহিলাদের হাসপাতালে প্রসব করানো সহ মা ও শিশুর স্বাস্থ্য জনিত বিভিন্ন সমস্যা ও তার প্রতিকারে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই ছিল নাটকের মূল প্রতিপাদ্য বিষয়।
প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিনামূল্যে উপলব্দ পরিষেবাগুলিকে নাটকের মাধ্যমে ছড়িয়ে দিয়ে সচেতনতা তৈরী করাই হলো এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। এদিকে ঐদিন কল্যাণপুর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন বড় ময়দান বাজারে অনুরুপ পথ নাটক মঞ্চস্থ করা হয়।
উক্ত পথ নাটকে অংশগ্রহণ করেন সুব্রত আচার্য, আশা কর্মী শীলা হোম ঘোষ, শিপ্রা পাল, গীতা দাস মোদক, সুমিত্ৰা নমঃ এবং গোপা রাণী দেব প্রমুখ। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।