অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে গাড়ি চালকদের কর্ম বিরতি

অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারী, ২০২৫: শনিবার দুপুরে ধর্মনগর জেলা বিএমএস কার্যালয়ে আসেন ভারতীয় ট্রান্সপোর্ট মজদুর মহা সংঘের উত্তর জেলার কনভেনার অনুপ রুদ্র পাল ও মহকুমা কনভেনার বিরেশ নাথ। তাদের সাথে ছিলেন ওয়েল ট্যাংকার গাড়ির চালক সহ প্রাইভেট গাড়ির চালক এবং ইরিক্সা চালকরা। এদিন সমস্ত যান চালকদের নিয়ে একটি কর্মশালা ছিল বিএমএস উত্তর জেলা কার্যালয়ে।

ভারতের পাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সভাপতি বাবুল দেবের নেতৃত্ব কয়েকজন পৌঁছায়। তখন জেলা কার্যালয়ে গিয়ে দেখতে পান যে, ৪-৫ জন লোক বসে রয়েছে সংগঠনের অফিস ঘরে। সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞেসা করেন কেন অফিস ঘরে বসে আছেন। তখন তারা বলেন যে এটা তাদের অফিস। তাদের আবার বলা হয় সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। কিন্তু তারা বের হয়ে যায়নি। পরে তারা তাদের উপর আক্রমণ করে।

এতে গুরুতর আহত হয় পঙ্কজ নাথ, নীলকান্ত চন্দ এবং আশু দেবনাথ। তাই ঘটনার বিচার করতে যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান সভাপতি বাবুল দেব। এদিন গাড়ি চলাচল বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় পড়তে হয় যাত্রীদের। দিনভর পরিস্থিতি ছিল থমথমে।