মেরি জান-মেরা সংবিধান” কর্মসূচি পালন করবে কংগ্রেস

অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারী, ২০২৫: রাজ্য স্তরে সংবিধান রক্ষক সম্মেলন “মেরি জান-মেরা সংবিধান” কর্মসূচি বড় আকারে পালন করবে কংগ্রেসের এসটি,এসসি,ওবিসি ও সংখ্যালঘু সেল। এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির বৈঠক।

প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এআইসিসি-র ওবিসি ডিপার্টমেন্টের জাতীয় কো-অর্ডিনেটর সুব্রত বোরা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা।

এআইসিসি-র ওবিসি ডিপার্টমেন্টের জাতীয় কো-অর্ডিনেটর সুব্রত বোরা জানান রাহুল গান্ধীর নেতৃত্বে দেশ ব্যাপী সংবিধান বাঁচাও অভিযান চলছে। তারই অঙ্গ হিসাবে সংবিধান রক্ষক সম্মেলন “মেরি জান-মেরা সংবিধান” কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রস্তুতি বৈঠক করা হয়েছে।