অনলাইন ডেস্ক, ০৬ ডিসেম্বর, ২০২৪: রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে রাজ্যভিত্তিক নাট্য উৎসব 2024। রবীন্দ্র ভবনের ২ নং হলে ১৫দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন হবে ১১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই নাট্য উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার ৩৪টি নাট্য দল অংশ নেবে।
আগামী ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় ‘কুরুক্ষেত্রের হোক সমাপন’ নাটকের মধ্য দিয়ে নাট্য উৎসব শুরু হবে। এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘যশোমতী’। রাজ্যভিত্তিক নাট্য উৎসবে প্রতিদিন ২টি করে নাটক মঞ্চস্থ হবে। প্রথম নাটক সন্ধ্যা ৬টায় ও পরবর্তী নাটক সন্ধ্যা সাড়ে ৭টায়।
তাছাড়াও বন্ধের দিনে প্রতিদিন ৩টি করে নাটক মঞ্চস্থ হবে। বন্ধের দিনে নাটক শুরু হবে সন্ধ্যা ৫টা থেকে। রাজ্যের নাট্যচর্চাকে উৎসাহিত করার জন্য রাজ্য সরকারের ধারাবাহিক উদ্যোগের অন্যতম হচ্ছে এই রাজ্যভিত্তিক নাট্য উৎসব।