অনলাইন ডেস্ক, ০৬ ডিসেম্বর, ২০২৪: প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ডঃ বি.আর আম্বেদকরের তিরোধান দিবসটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের সভাপতি সহ অন্যান্যরা।
উপস্থিত সকলে ডঃ বি.আর আম্বেদকরের পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সাড়া জীবন লড়াই করে গেছেন ডঃ বি.আর আম্বেদকর।
সমাজে পিছিয়ে পড়া মানুষ যেন তাদের অধিকার পায় তার জন্য কাজ করে গেছেন তিনি। সমগ্র পৃথিবী জুড়ে ডঃ বি.আর আম্বেদকর ওনার মহান আদর্শকে ছড়িয়ে দিয়েছেন। সেই আদর্শ বর্তমান সময়েও প্রাসঙ্গিক। তাঁর দিশাকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে প্রদেশ কংগ্রেস।