অনলাইন ডেস্ক, ০৬ ডিসেম্বর, ২০২৪: শুক্রবার সকাল এগারোটা নাগাদ দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত কলাছড়ার গারর্দাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষক রঞ্জিত দেববর্মার বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করল ছাত্র-ছাত্রীরা। তাদের বক্তব্য রঞ্জিত দেববর্মাকেই ইতিহাস বিষয়ের শিক্ষক হিসেবে চায় তারা। অন্য কোন শিক্ষক হলে চলবে না। কারণ অন্য শিক্ষকের পড়ানো তাদের কাছে আসে না। ভালো করে বুঝাতে পারেন রঞ্জিত দেববর্মা।
বাঙালি শিক্ষক হলে তারা পড়া বুঝতে পারে না। তাই তারা রাস্তা অবরোধ করে রঞ্জিত দেববর্মাকে বিদ্যালয়ে পুনরায় চাইছে। এদিকে ৮ নং জাতীয় সড়ক অবরোধের খবর পাওয়ার সাথে সাথেই মনু বাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শিক্ষক বদলির বিষয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন। তারপর ঘন্টা খানেক পরে পথ অবরোধ মুক্ত করে দেন ছাত্র-ছাত্রীরা। তবে ছাত্রছাত্রীরা যে দাবি তুলেছে সেটা অনেকটাই আজব দাবি। কারণ এ ধরনের দাবি আগে কেউ তুলে নি।
শিক্ষক বদলির প্রতিবাদে আন্দোলন বিভিন্ন সময় লক্ষ্য করা যায়। কিন্তু কোন একজন তিপ্রাসা শিক্ষকের পড়া একমাত্র ছাত্রছাত্রীরা বুঝতে পারে সেটা আগে কখনো লক্ষ্য করা যায়নি। এবং তিপ্রাসা শিক্ষককেই তারা এদিন দাবি করলেন। পেছনে মূলত কি রহস্য সেটা ভালো বলতে পারবে রাজ্যের শিক্ষা দপ্তর।