রূপাইছড়িতে বাড়িতে গিয়ে টিকাকরণে উৎসাহিত করে সাফল্য

অনলাইন ডেস্ক, ০৭ ডিসেম্বর, ২০২৪: অনিচ্ছুক পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে বুঝিয়ে শিশুর টিকাকরণে সমর্থ হলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।ঘটনা দক্ষিণ জেলার রূপাইছড়িতে। রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ রাহুল দাস জানতে পারেন সোনাইছড়ি এলাকার এসটি কলোনির বাসিন্দা মংলা মগ তার সন্তানকে টিকাকরণ করাচ্ছেন না।

এই খবর পেয়ে গত ৪ ডিসেম্বর সকালে রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একটি মেডিক্যাল টিম এলাকায় ছুটে যায়। প্রায় পাঁচ কিলোমিটার দূরবর্তী এই এসটি কলোনির মংলা মগের বাড়িতে এসে তার পরিবারের সঙ্গে ডাঃ রাহুল দাস সরাসরি কথা বলেন এবং শিশুর টিকাকরণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে শিশুটির বাবা-মাকে বুঝিয়ে বলেন।

তারপর শিশুটির বাবা-মা তার সন্তানকে টিকাকরণে সম্মত হওয়ায় এইদিনই রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমসিএইচ ক্লিনিকে এসে শিশুটিকে টিকাকরণ করিয়েছেন। সেদিন মোট ১২জন শিশুকে এই স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন রোগের প্রতিরোধক টিকা প্রদান করা হয়।

তাদের ডিপথেরিয়া,ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, হেপাটাইটিস-বি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ-বি রোগ প্রতিরোধ করার জন্য পেন্টা টিকা, ডায়রিয়া রোগ প্রতিরোধ করার জন্য রোটাভাইরাস টিকা, পোলিও রোগ প্রতিরোধ করার জন্য ওপিভি টিকা, হাম এবং রুবেলা রোগ প্রতিরোধ করার জন্য এমআর টিকা, জাপানিস এনসেফালাইটিস ভাইরাস প্রতিরোধ করার জন্য জেনভেক টিকা, নিউমোনিয়া রোগ প্রতিরোধ করার জন্য পিসিভি টিকা, পোলিও রোগ প্রতিরোধ করার জন্য এফআইপিভি টিকা প্রদান করা হয়।

উক্ত মেডিক্যাল টিমে ছিলেন রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ রাহুল দাস, এমপিএস সৃষ্টি কুমার ত্রিপুরা, ডিও বিশ্বজিৎ শীল, সিএইচও অপর্ণা দাস, এমপিডব্লিও নিকেন্তি ত্রিপুরা। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।