অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর, ২০২৪: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ উত্তর পূর্বাঞ্চল পরিষদের (এনইসি) ৭২তম প্ল্যানারী সেশনের প্রস্তুতি খতিয়ে দেখেন। উল্লেখ্য, আগামী ২০-২১ ডিসেম্বর, 2024 আগরতলায় এনইসি’র এই প্ল্যানারী সেশন অনুষ্ঠিত হবে।
এই প্ল্যানারী সেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত থাকবেন। রাজ্যে ইতিমধ্যেই এই প্ল্যানারী সেশন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ সকালে উজ্জয়ন্ত প্রাসাদ পরিসর ও প্রজ্ঞাভবন পরিদর্শন করেন এবং প্ল্যানারী সেশন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এনইসি প্ল্যানারী সেশনে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনারমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ রাজ্যে আসবেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এই পরিদর্শনের মূল উদ্দেশ্য হল প্রাক প্রস্তুতিতে যাতে কোন ঘাটতি না থাকে তা খতিয়ে দেখা। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা সহ বিভিন্ন পদস্থ আধিকারিকগণ।