রক্তদানের মত মহৎ কাজের মাধ্যমে ভাতৃত্ববোধও জন্মায় : বিরোধী দলনেতা

অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারী, ২০২৫: পূর্বতন সরকারের সময় রক্তদান শুধু বামফ্রন্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাল্লা দিয়ে বিরোধী রাজনৈতিক দলও রক্তদান শিবির করেছে। গোটা রাজ্যে রক্তদান আন্দোলনে পরিণত হয়েছিল। রক্তদান শিবিরের সংস্কৃতি আগামী দিন কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে গুরুত্ব দিতে হবে।

রবিবার মেলারমাঠ স্থিত শিক্ষক ভবনে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একথা বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন সমাজ পরিবর্তন করতে হলে চুপিসারে চেষ্টা করলে চলবে না। চুপিসারে মানুষের জন্য মহৎ কাজ করার মানসিকতা গত সাত বছর ধরে আমাদের দাবিয়ে রেখেছে। তাই রক্তদানের মত মহৎ কাজের মাধ্যমে সামনে আসতে হবে এবং মাথা তুলে দাঁড়াতে হবে। নাহলে মহৎ কাজ করা যাবে না।

পাশাপাশি মানুষের হয়ে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। এভাবেই এদিন সংগঠনের নেতৃত্বদের মনোবল চাঙ্গা করলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা আরো বলেন, রক্তদান মহৎ দান। এ ধরনের উদ্যোগ যাতে আগামী দিনও নেওয়া হয়। রক্তদানের মত মহৎ কাজের মাধ্যমে ভাতৃত্ববোধও জন্মায়। আয়োজিত রক্তদান শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব। রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।