রাজ্যভিত্তিক নাট্য উৎসব ২০২৪, নাটকের পাণ্ডুলিপি সময়োপযোগী হতে হবে : যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী

অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর, ২০২৪: নাটক সমাজের দর্পণ। নাটকের মধ্য দিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে রাজ্যভিত্তিক নাট্য উৎসবের উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথা বলেন৷ অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় আরও বলেন, নাটকের পান্ডুলিপি সময়োপযোগী হতে হবে৷

নতুন প্রজন্ম চায় তার বিভিন্ন সমস্যার কথা নাটকের মাধ্যমে বলা হচ্ছে কিনা৷ তিনি বলেন, বাল্যবিবাহ, নেশাসক্ত হয়ে পড়া, ছেলেমেয়ে থাকার পরেও বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হওয়া প্রভৃতি সামাজিক সমস্যাগুলি নাটকের পান্ডুলিপিতে এলে এ বিষয়ে মানুষ আরও সচেতন হবে৷

প্রশাসনিক ব্যবস্থার পরেও সামাজিক আন্দোলন না হলে এই সামাজিক সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। মঞ্চে নাটক করার পাশাপাশি পথনাটকের বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, বর্তমান সময়ে মানুষ কি চায় তা ভাবতে হবে এবং সেভাবেই নাটক মঞ্চস্থ করতে হবে। তবেই দর্শকের হৃদয় জয় করা সম্ভব হবে৷ তিনি এই নাট্য উৎসবের সাফল্য কামনা করেন৷

অনুষ্ঠানের সভাপতি রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বলেন, রাজন্য আমল থেকেই ত্রিপুরায় নাট্যচর্চা শুরু হয়েছিল৷ নাটক সমাজের কথা বলে, বর্তমান সময়ের কথা তুলে ধরে৷ সমাজকে সঠিক পথ দেখানোর দায়িত্ব নাট্যদলের এবং দলের নাট্যকর্মীদের৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন, নাটকের মাধ্যমে নৈতিক মূল্যবোধেরও শিক্ষা দিতে হবে।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি বরিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব মানিক দত্ত বলেন, শিক্ষা মানুষকে জ্ঞানী করে৷ সংস্কৃতি চর্চা গুণী মানুষ তৈরি করে৷ প্রকৃত মানুষ হতে গেলে তাকে সংস্কৃতিমনস্ক হতে হবে৷ ন্যাশনাল স্কুল অব ড্রামার আঞ্চলিক অধিকর্তা বিপ্লব বরকাকতি সংক্ষিপ্ত আলোচনায় এই নাট্য উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন৷

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, ১৫দিনব্যাপী এই নাট্য উৎসবে ৩৪টি নাট্যদল অংশ নিয়েছে৷ ১৫দিনব্যাপী নাট্য উৎসব সমাপ্ত হবে আগামী ২৫ ডিসেম্বর৷ গত বছর নাট্য উৎসবে ২১টি দল অংশ নিয়েছিল৷ রবীন্দ্র ভবনের ২ নং হলে সোমবার থেকে শুক্রবার ২টি করে নাটক মঞ্চস্থ করা হবে৷

শনিবার ও রবিবার ৩টি করে নাটক মঞ্চস্থ হবে৷ তিনি জানান, এবারের নাট্য উৎসবের ৪০০-এর বেশি নাট্যকর্মী নাটক মঞ্চস্থ করবেন। রাজ্যের শিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কাজ করছে৷ এবারের নাট্য উৎসবে সামিল হতে তিনি সবার প্রতি আহ্বান জানান৷ অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে আশা সংগীত কলাকেন্দ্রের শিল্পীগণ।

Recent Posts