খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী

অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর, ২০২৪: অভিনয় দক্ষতা, মাধুর্য এবং ব্যক্তিত্বের কারণে খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন ওয়ামিকা গাব্বি। ইনস্টাগ্রাম রিলস ঘুরিয়ে দিয়েছিল তার ভাগ্যের চাকা। গাব্বি একজন বহুমুখী অভিনেত্রী যিনি পাঞ্জাবি, হিন্দি, তামিল এবং মালায়লাম চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজ জুড়ে তার প্রতিভা প্রদর্শন করেছেন। তিনি বলিউডের ক্লাসিক জাব উই মেট-এ একটি সংক্ষিপ্ত ভূমিকার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে তার অভিনয়ের যাত্রা শুরু করেন।

১৯৯৩ সালের ২৯ সেপ্টেম্বর ভারতের পাঞ্জাব রাজ্যের চণ্ডিগড়ে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। বাবা গোবিন্দ গাব্বি পেশায় একজন লেখক এবং মা রাজকুমারী গাব্বি একজন শিক্ষিকা। ওয়ামিকার অভিনয়ের যাত্রা শুরু হয় মাত্র ১৭ বছর বয়সে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র ‘বিট্টু বস’-এর মাধ্যমে। এরপর থেকে তিনি বিভিন্ন পাঞ্জাবি, মালয়ালম, তামিল এবং তেলেগু চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ক্যারিয়ারের শুরুর দিনগুলো তার জন্য সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতার মুখোমুখি হয়েও তিনি ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।

শহিদ-কারিনা অভিনীত জনপ্রিয় সিনেমা ‘জব উই মেট’-এ গীতের বোনের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। শুধু বলিউডেই সীমাবদ্ধ না থেকে বিভিন্ন আঞ্চলিক সিনেমায়ও তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। বিশেষ করে পাঞ্জাবি এবং মালয়ালম চলচ্চিত্রে তার অবদান উল্লেখযোগ্য। পাঞ্জাবি সিনেমায় তার কাজগুলোর মধ্যে রয়েছে ‘তু মেরা , মালয়ালম চলচ্চিত্রে তার অভিষেক হয় ‘গডহা’ সিনেমার মাধ্যমে। মালয়ালম সিনেমার জটিল গল্পের ধরন এবং গভীর চরিত্রগুলোর মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে তিনি দক্ষিণ ভারতের সিনেমাপ্রেমীদের মন জয় করেন। ওয়ামিকা গাব্বির বিশেষত্ব হলো তিনি এমন চরিত্র বেছে নেন যা শুধু নায়িকার সাধারণ রূপে সীমাবদ্ধ থাকে না। শুধু অভিনয়ের জন্যই নয়, ফ্যাশন স্টেটমেন্টের জন্যও আলোচনায় থাকেন তিনি।

সর্বশেষ তাকে দেখা গেছে কালি পরিচালিত ‘বেবি জন’ সিনেমায়। এর আগে বিক্রমাদিত্য মোতোয়ানির ‘জুবলি’ ওয়েব সিরিজে দারুণভাবে নজর কেড়েছিলেন ওয়ামিকা। গত অক্টোবরে মুক্তি পাওয়া ‘খুফিয়া’ সিনেমাতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও দেখা যায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। একজন উদীয়মান অভিনেত্রী ওয়ামিকা গাব্বির ইন্ডাস্ট্রি এবং তার ভক্তরা তারকার পরবর্তী পদক্ষেপ কী হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।