অনলাইন ডেস্ক, ০৭ জানুয়ারী, ২০২৪: গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং মহাকুমা খাদ্য ও জন সংভরন দপ্তর তেলিয়ামুড়া থানার পুলিশকে সাথে নিয়ে হানা দেয় গৌরাঙ্গ টিলা এলাকায় এক বাড়িতে। এই অভিযানে উদ্ধার করা হয় ৩১ টি রান্নার গ্যাসের সিলিন্ডার সহ বেশ কিছু গ্যাসের বই। জানা যায় মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের নিকট গোপন সংবাদ আসে গৌরাঙ্গ টিলা এলাকার বাসিন্দা প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে বিপুল পরিমাণ রান্নার গ্যাসের সিলিন্ডার মজুদ রয়েছে।
সেই সংবাদের উপর ভিত্তি করে মহকুমা প্রশাসনের ডি.সি.এম অমিত রায় চৌধুরী, মহকুমা খাদ্য ও জনসংভরন দপ্তরের উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী, ফুড ইন্সপেক্টর দীপঙ্কর সাহা সহ তেলিয়ামুড়া থানার পুলিশ প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে হানা দেয়।
প্রবোধ চন্দ্র রায়ের বাড়ি থেকে ১৮’ টি রান্নার গ্যাস ভর্তি সিলিন্ডার এবং ১৩ টি খালি গ্যাসের সিলিন্ডার উদ্ধার হয়। মহকুমা প্রশাসনের ডি.সি.এম অমিত রায় চৌধুরী জানান জনবহুল এলাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার মজুদ করা বেআইনি। তিনি আরও জানান মজুদকৃত রান্নার গ্যাসের সিলিন্ডার গুলি কি ভাবে প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে এসেছে তা খতিয়ে দেখা হবে।