রাস্তার পাশে জঙ্গল থেকে সদ্যজাত কন্যা শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫: শ্রেষ্ঠ মানুষ অত্যন্ত সৌভাগ্যবান বাঘ, শিয়াল হয়ে জন্ম নেয় নি। কিন্তু, মাঝে মাঝে মনে হয় মানুষ থেকেও শ্রেষ্ঠ বাঘ, শিয়াল। কারণ একটি হিংস্র বাঘ যখন সন্তান জন্ম দেয় তখন সে তার সন্তানকে ফেলে দেয় না। অথচ আমাদের পারিপার্শ্বিক কিছু অমানুষ সন্তান জন্ম দিয়ে এভাবে জঙ্গলে ফেলে যায়। তাই মানুষ থেকে হারাচ্ছে মনুষ্যত্ব। এদিন উদাহরণ হয়ে রইল পানিসাগর মহকুমাধীন জলাবাসা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের এই ঘটনা।

উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন জলাবাসা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের রাস্তার পাশে সদ্যজাত কন্যা শিশুকে ফেলে যায় পরিবারের লোকজন। সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ স্থানীয় এলাকার এক মহিলা সদ্যজাত শিশুটির কান্না শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান একটি সদ্যজাত শিশু রাস্তার পাশের ঝোপের মাঝে পড়ে রয়েছে।

শিশুটির শরীরে পিঁপড়ার দল কিলবিল করছে। তখন তিনি আশপাশের লোকজনদের ডেকে খবর দেন পানিসাগর দমকল অফিসে। খবর পেয়ে দমকল কর্মীরা সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে বর্তমানে সেখানে সুস্থ অবস্থায় রয়েছে শিশুটি। এদিকে শিশু সুরক্ষা একটি টিম খবর পেয়ে হাসপাতালে এসে জানান, শিশুটির শারীরিক অবস্থা খারাপ রয়েছে। তাই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান।

Recent Posts

পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার উপর জনসচেতনতা ও নিবন্ধীকরন শিবির অনুষ্ঠিত, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা : মেয়র