অনলাইন ডেস্ক,২১ ফেব্রুয়ারী, ২০২৫: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের মহান শহীদ দিবস উপলক্ষে শুক্রবার আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মহাম্মদ সহ অন্যান্যরা।
বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মহাম্মদ বলেন, আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলাদেশের মানুষ নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন। তারপর থেকে গোটা বাংলাদেশ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়।
সবচেয়ে বড় বিষয় হলো ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। যার মাধ্যমে পুরো বাঙালি জাতি সারা বিশ্বের কাছে মাতৃভাষা দিবস পেয়েছে। তাই এই দিনে দাঁড়িয়ে বাংলাদেশ সহকারি হাইকমিশনের পক্ষ থেকে বিশ্বের সমস্ত মাতৃভাষার প্রতি সম্মান জানানো হচ্ছে।
পাশাপাশি মাতৃভাষার প্রতি সংরক্ষণ করার আহ্বান জানানো হচ্ছে। কারণ পৃথিবীর বুক থেকে যাতে কোন মাতৃভাষা হারিয়ে না যায়। সবাই যাতে অন্যের মাতৃভাষাকে ছোট হিসেবে না দেখে তার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।