অনলাইন ডেস্ক,২১ ফেব্রুয়ারী, ২০২৫: প্রসাদ প্রকল্পে ত্রিপুরা সুন্দরী মন্দির পুনঃনির্মাণের কাজ শুরু করা হয়। বর্তমানে মন্দির পুনঃনির্মাণের কাজ শেষ পর্যায়ে। আগামি কিছুদিনের মধ্যে পুনঃনির্মিত উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন হবে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রীর হাত ধরে ৭ এপ্রিল পুনঃনির্মিত উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন হবে। তার জন্য বর্তমানে চলছে প্রস্তুতি। শুক্রবার মাতারবাড়ির অফিসে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক।
উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলা শাসক সহ অন্যান্যরা। বৈঠক শেষে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ৭ এপ্রিল পুনঃনির্মিত উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি চলছে।
২০ মার্চের মধ্যে বিভিন্ন দপ্তর তাদের কাজ সম্পন্ন করে নেবে। প্রধানমন্ত্রীর নাম উল্লেখিত ফলক কোথায় বসানো হবে তার জন্য জায়গাও চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি। উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের চার পাশে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে প্রতিনিয়ত মাছ, মাংস, ডিম ইত্যাদি রান্না করা হয়।
যা নিয়ে দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান মন্দিরের পবিত্রতা নষ্ট হয় এমন কিছু হতে দেওয়া হবে না। মন্দিরের চার পাশে নির্দিষ্ট এলাকায় বাধ্যতা মূলক করা হবে নিরামিষ খাবার।
মন্দিরের চার পাশে কতদূর পর্যন্ত নিরামিষ খাবার বাধ্যতা মূলক করা যায় তা খতিয়ে দেখছেন জেলা শাসক। বেশ কিছু দিন ধরে সামাজিক মাধ্যমে ত্রিপুরা সুন্দরী মন্দিরের রং পরিবর্তন নিয়ে চর্চা চলছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান মা না চাইলে ত্রিপুরা সুন্দরী মন্দিরের রং পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব নয়।
যারা মন্দিরের রং পরিবর্তন করা হয়েছে বলে প্রচার করছে তারা নাস্তিক, তারা ধর্ম মানে না। তারা কোন দিন ত্রিপুরা সুন্দরী মন্দিরে পা রেখেছে কিনা সন্দেহ রয়েছে। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান মাতার বাড়ি চত্বরে কিছু কিছু অসামাজিক কাজ হতো। তা আর মেনে নেওয়া হবে না। কোন ভাবেই মন্দিরের পবিত্রতা নষ্ট হতে দেওয়া যায় না। দেশ বিদেশের পর্যটকরা আসছে, পূর্ণাথীরা আসছে মাতার বাড়িতে। তাই মাতার বাড়ির পবিত্রতা রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন করা হবে।