সারা দেশের সাথে আগরতলা স্থিত আয়কর ভবনে মেগা রক্তদান শিবির

অনলাইন ডেস্ক,২১ ফেব্রুয়ারী, ২০২৫: আগরতলা স্থিত আয়কর ভবনে শুক্রবার অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির। ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সহযোগিতা এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে আয়কর দপ্তরের ডেপুটি কমিশনার রূপক ভট্টাচার্য সহ দপ্তরের কর্মীদের পাশাপাশি স্পোর্টস কাউন্সিল, পি.ডব্লিও.ডি, ত্রিপুরা পুলিশ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীরা রক্তদানে এগিয়ে আসে।

আয়কর দপ্তরের ডেপুটি কমিশনার রূপক ভট্টাচার্য জানান আয়কর দপ্তরের উদ্যোগে এইদিন সমগ্র দেশে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

ত্রিপুরা রাজ্যের আগরতলা ও ধর্মনগরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এইদিনের রক্তদান শিবিরে বহু রক্তদাতা উৎসাহের সাথে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছে।

Recent Posts