জমিতে জল দেওয়া নিয়ে ঝামেলা, ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি

অনলাইন ডেস্ক,২০ ফেব্রুয়ারী, ২০২৫: সাব্রুম মহকুমার মনুঘাট ইন্দিরা নগর এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম নারায়ন বিশ্বাস। আহত নারায়ন বিশ্বাস জানান জমিতে জল দেওয়া নিয়ে ঝামেলার জের ধরে ওনার উপর হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে তিনি দোকানে যাওয়ার সময় গোপাল দেবনাথের বাড়ির সামনে যাওয়ার পর গোপাল দেবনাথ বাড়ি থেকে বেরিয়ে ওনার উপর আক্রমণ করার চেষ্টা করে। তখন তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন গোপাল দেবনাথ ওনার পিছু ধাওয়া করে পিছন থেকে লাথি মেরে ওনাকে মাটিতে ফেলে দেয়।

তারপর গোপাল দেবনাথের মা স্ত্রী ও মেয়ে ওনাকে হাত-পা চেপে ধরে এবং গোপাল দেবনাথ রাবার গাছ কাটার নাইপ দিয়ে ওনার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তী সময় পুলিশ ওনাকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নারায়ন বিশ্বাসকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে দেন চিকিৎসক। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Recent Posts

পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার উপর জনসচেতনতা ও নিবন্ধীকরন শিবির অনুষ্ঠিত, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা : মেয়র