আগরতলা-সাব্রুম সড়কে বাইক ও লরির মধ্যে সংঘর্ষ, আহত ১

অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫: সিপাহীজলা জেলার জেলা শাসকের কোয়ার্টারের সামনে আগরতলা-সাব্রুম সড়কে বাইক ও লরির মধ্যে সংঘর্ষ। আহত হল বাইক চালক। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লরি চালক।

জানা যায় TR-01AE-1629 নাম্বারের একটি লরি বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় সিপাহীজলা জেলাশাসকের কোয়ার্টারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইককে ধাক্কা মারে।

পরে লরিটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লড়ি চালক। অপরদিকে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা।

Recent Posts

পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার উপর জনসচেতনতা ও নিবন্ধীকরন শিবির অনুষ্ঠিত, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা : মেয়র