বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরার জন্য এনডিআরএফ ফান্ড থেকে ২৮৮.১৩ কোটি টাকা বরাদ্দ

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫: ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ) থেকে 2024 সালের আগস্ট মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরার জন্য অতিরিক্ত ২৮৮.৯৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে উচ্চস্তরীয় কমিটি আজ এই অর্থ বরাদ্দ করেছে।

এনডিআরএফ ফান্ড থেকে এই অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই অতিরিক্ত কেন্দ্রীয় বরাদ্দ রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সহায়ক হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে এই উচ্চস্তরীয় কমিটি ২০২৪ সালের বন্যা, ভূমিধস, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা সহ ৫টি রাজ্যের জন্য অতিরিক্ত ১৫৫৪.৯৯ কোটি টাকা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে বরাদ্দ করেছে।

Recent Posts