অনলাইন ডেস্ক,২১ ফেব্রুয়ারী, ২০২৫: বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় বালি বোঝাই বুলেরো গাড়ি উল্টে আহত হল চালক। চলন্ত অবস্থায় বালি বোঝাই গাড়িটির চালা ফেটে যাওয়ার কারনে গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন এবং গাড়িটি উল্টে যায়। ঘটনা শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে।
জানা যায় TR-01J-1923 নাম্বারে বুলেরো গাড়িটি দেওয়ান বাজার থেকে বালি নিয়ে মেলাঘরের উদ্দেশ্যে রওয়ানা হয়। বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় যাওয়ার পর গাড়িটির সামনের চাকা ফেটে যায়। তখন গাড়ির চালক গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এবং গাড়িটি রাস্তার মাঝে উল্টে যায়। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে যায় ঘটনাস্থলে।
স্থানীয়রা গাড়ি থেকে উদ্ধার করে গাড়ির চালক উত্তম দেবনাথকে। উত্তম দেবনাথের মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মেলাঘর হাসপাতালে রেফার করে দেওয়া হয়।