অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর, ২০২৪: সাত সকালে বাইকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত রবি রঞ্জন জামাটিয়া নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটে যতনবাড়ি আইটিআই সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, রইস্যাবাড়ি থেকে একটি বাইকে করে মাছ নিয়ে নতুনবাজার আসার পথে যতনবাড়ী আইটিআই এলাকায় আসতে অপর ব্যক্তি নিজ গরু নিয়ে যাওয়ার সময় TR03N 6584 নাম্বারের একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোড়ে ধাক্কা দেয়।
তাতে রবি রঞ্জন জামাটিয়া ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হলে বাইক চালক অল্প বিস্তর আহত হয়। যতনবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কিশোর ভৌমিক আহত ব্যক্তির অবস্থা বেগতিক দেখে একজনকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।