পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের সাথে রাজ্যও আন্দোলনে বসলো ব্যাংকের পেনশনার্সরা

অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর, ২০২৪: পেনশনার ভুগিদের সমস্ত বিভাগের পেনশন আপডেট করা, কর্মচারীদের প্রত্যেকের জন্য পেনশনের সুযোগ রাখা, পেনশন ভুগীদের স্বাস্থ্য বীমার মাধ্যমে গণনা করা সহ মোট পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দেশব্যাপী ধর্নায় বসেছে কনফেডারেশন অফ ব্যাংক পেনশনার্স রিটারিস অর্গানাইজেশন।

তারই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলায় প্যারাডাইস চৌমুহনী এলাকায় কনফেডারেশন অফ ব্যাংক পেনশনার্স এন্ড রিটায়ার্ড অর্গানাইজেশনের সর্বভারতীয় কমিটি এই ধর্না কর্মসূচির আয়োজন করেন। সংগঠনের নেতৃত্ব মিহির বিশ্বাস জানান, দেশের সমস্ত রাজ্যের রাজধানীতে পালন করার জন্য আহ্বান জানানো হয়েছিল।

কেন্দ্রীয় ভাবে নয়া দিল্লির যন্তর মন্তরে ও পালিত হচ্ছে ধরণা কর্মসূচিটি। তাদের মূল দাবি পেনশনের রিভিশন করা। পেনশন রিভিশন না হওয়ার কারণে ঝামেলায় পড়েছেন ব্যাংকের পেনশনেররা। আরো বলেন, সরকার পেনশন রিভিশন না করা অত্যন্ত অমানবিক। এ বিষয়ে গ্রাহকদের ওয়াকি বহাল করা হয়।