দুটি লরির ভয়ঙ্করভাবে সংঘর্ষ জাতীয় সড়কে

অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর, ২০২৪: জাতীয় সড়কে ভয়ঙ্করভাবে সংঘর্ষ হয় দুটি লরির। ঘটনা জিরানিয়া খামতিংবাড়ি এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয় এক লরি চালক। আহত চালকের নাম সিদ্ধেশ রায়। বাড়ি খোয়াই বৃন্দাবন ঘাট এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, AS 01 RC 7923 নম্বরের লরি জিরানীয়া থেকে গোহাটির উদ্দেশ্যে যাওয়ার সময় অপরদিক থেকে আসা TR 01 AW 1840 নম্বরের লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সিমেন্ট বোঝাই এ লরিতে আগরতলা আসছিল।

এতে রাস্তার পাশে থাকা TR 01 AM 6471 নম্বরের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ গাড়ির চালকদের উদ্ধার করেছে। ঘটনার পর সাথে সাথে পুলিশ ছুটে এসে গাড়ি দুটি আটক করেছে।

পুলিশ জানায়, ঘটনার মূল কারণ হলো বড়মুড়ায় বাক নিতে গিয়ে একটি লরি ব্রেক না ধরার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানান।