অনলাইন ডেস্ক, ২৪ অক্টোবর, ২০২৪: নেশা নয় চাকুরী চাই। এই স্লোগান তুলে সোনামুড়া যুব কংগ্রেস ডেপুটেশন প্রদান করে বৃহস্পতিবার।
এদিন যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল সোনামুড়া মহকুমা অতিরিক্ত মহকুমা শাসক রূপন দাসের কাছে ডেপুটেশন প্রদান করেন।
ডেপুটেশনের পর প্রতিনিধি দলের উপস্থিত প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নিলকমল সাহা জানান, ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় বছরে ৫০ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু গত ছয় থেকে সাত বছরে সেই প্রতিশ্রুতি পালন করেনি। বরং ত্রিপুরা রাজ্য নেশায় আবদ্ধ হয়ে যাচ্ছে। যুবকদের মেরুদন্ড ভেঙে দিচ্ছে এ সরকার। তাই নেশা নয় চাকুরির দাবিতে সরব হয়েছে যুব কংগ্রেস। এমনটাই বললেন তিনি।