অনলাইন ডেস্ক,২৫ অক্টোবর, ২০২৪: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার উপর প্রথম রাজ্য ভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতন রাম মাঝি, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী বাড় বাড় বলে থাকেন সমাজ পরিবর্তনের মধ্যমে বিজেপি সরকারে থাকতে চায়। যাদের কথা কেউ কোনদিন ভাবে নি, তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ঘোষণা করেছেন।
প্রায় ১৩ হাজার কোটি টাকার প্রকল্প প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের একটা ভুমিকা রয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধাভোগীদের প্রথমে ১ লক্ষ টাকা ও পড়ে দুই লক্ষ টাকা ঋন প্রদান করা হয়। এই ঋনের জন্য কোনকিছু জামানত রাখতে হয় না বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকার অর্থনীতি যথেষ্ট উন্নত। রাজ্যে প্রায় চার হাজার স্বসহায়ক দল ছিল।
বর্তমান সরকার প্রতিষ্ঠার পর ত্রিপুরা রাজ্যে প্রায় ৫০ হাজার স্বসহায়ক দল হয়ে গেছে। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরে সাহায্য করা হচ্ছে।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতন রাম মাঝি আলোচনা করতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন ক্রমশ বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে। বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে সমাজের গরীব অংশের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ রোজগারের একমাত্র মাধ্যম মনে করছে সরকারি চাকুরি। ফলে দেশের বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সকলকে সরকারি চাকুরি দেওয়া সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী বিকল্প কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতন রাম মাঝি সহ অন্যান্য অতিথিরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার উপর আয়োজিত রাজ্য ভিত্তিক প্রদর্শনী ঘুরে দেখেন।