অনলাইন ডেস্ক, ২৬ অক্টোবর, ২০২৪: খোয়াই -এ গরু চুরির রমরমা থামছে না। দিন দিন দৌরাত্ম্য বেড়ে চলেছে। শুক্রবার রাতে খোয়াই থানাধীন সিপাইহাওর পঞ্চায়েতের এলাকার গোলাপ তাঁতির বাড়ি থেকে পাঁচটি গাভী চুরি হয়ে যায়।
গোলাপ তাঁতির পারিবারিক রুজি রোজগারের একমাত্র সম্বল ছিল গরুর দুধ বিক্রি করা। এখন সবগুলো গরু চোরেরা চুরি করে পালানোর কারণে দস্তুরমতো মাথায় হাত প্রান্তিক কৃষকের। গরু চুরির ঘটনা সম্পর্কে পুলিশ ও বি এস এফ-কে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত গরুগুলির কোন হদিশ পায় নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।