সর্বমোট ৮৬ শতাংশ স্কলারশিপ পেয়ে গেছে জনজাতি কল্যাণ দপ্তরের অধীন ছাত্রছাত্রীরা: জনজাতি কল্যাণ দপ্তরের সচিব

অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর, ২০২৪: জনজাতি কল্যাণ দপ্তরের বিতর্কিত স্কলারশিপ নিয়ে আন্দোলনের পর ষ্পষ্টিকরণ দিলেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব বিজেস পান্ডে।

তিনি রবিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বিগত বছর স্কলারশিপের জন্য আবেদন করেছিল ৩৫ হাজার ৬৬৫ জন ছাত্র ছাত্রী। এর মধ্যে ৩০,৬০২ জন স্কলারশিপ পেয়ে গেছে।

তাদের জন্য ব্যয় হয়েছে ৫৬.৪০ কোটি টাকা। সর্বমোট ৮৬ শতাংশ স্কলারশিপ পেয়ে গেছে জনজাতি কল্যাণ দপ্তরের অধীন ছাত্রছাত্রীরা। যারা স্কলারশিপ পায়নি তাদের মধ্যে দেখা গেছে অনেকের আধার লিংকের সমস্যা ছিল।

আর বাকিরা ভুয়া ইনকাম সার্টিফিকেট দিয়েছে। এবং ইনকাম সার্টিফিকেট দিয়ে আবেদন করায় তাদের স্কলারশিপ নিয়ে দপ্তরের তদন্তে নামতে হয়েছে। এবং এখন পর্যন্ত ২১১ জন ছাত্র-ছাত্রী রয়েছে যারা ভুয়া ইনকাম সার্টিফিকেট জমা দিয়ে স্কলারশিপ পাওয়ার চেষ্টা করেছে।

তাদের স্কলারশিপ আর মিলবে না। পাশাপাশি আজকের দুটি টিম গঠন করা হয়েছে। এই দুটি টিমের মধ্যে একটি টিম রাজ্যের বাইরে যেতে চলেছে। দিল্লির জে আর সি -কে বলা হয়েছে যাতে তারা ভেরিফিকেশনে সহযোগিতা করা হয়।

আরো জানিয়েছেন, এবছর পোর্টাল আগামী ৩১ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। তারপর আর পোর্টাল খোলা রাখা হবে না। যারা যারা আবেদন করতে চায় তারা যাতে নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন করেন।

যাতে আগামী দিনেও দপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যে স্কলারশিপ প্রদান করতে পারে ছাত্র-ছাত্রীদের। আধিকারিক আরো জানিয়েছেন, যাদের আধার সমস্যা হয়েছিল কাজের সমস্যা দ্রুত সমাধান করে স্কলারশিপ প্রদান করার চেষ্টা চলছে।

আর যাদের সার্টিফিকেট আটকে রয়েছে তাদের কলেজের সাথে যোগাযোগ করে দ্রুত সার্টিফিকেট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দপ্তরের সচিব। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।