অনলাইন ডেস্ক, ২১ নভেম্বর, ২০২৪: বন কর্মীদের অভিযানে উদ্ধার প্রায় পঞ্চাশ হাজার টাকার চোরাই কাঠ। অভিযানের নেতৃত্ব দেন গন্ডাছড়া বন দপ্তরের রেঞ্জ আফিসার কল্যাণজয় রিয়াং এবং ফরেস্ট আফিসার নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য বন কর্মীরা।
রেঞ্জ আফিসার কল্যাণজয় রিয়াং জানান, বুধবার রাতে গোপন সংবাদ আসে যে গন্ডাছড়া মহকুমার পশ্চিম গন্ডাছড়া এডিসি ভিলেজের একটি স্থানে পরিত্যাক্ত ঘরে বেশ কিছু অবৈধ চেরাই কাঠ মজুত রাখা হয়েছে।
ওই গোপন সংবাদের উপর ভিত্তি করে বৃহস্পতিবার সাতসকালে রেঞ্জ আফিসার কল্যাণজয় রিয়াং এবং ফরেস্ট অফিসার নবেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে বন কর্মীরা ওই পরিত্যাক্ত জায়গায় তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার চোরাই কাঠ উদ্ধার করে বনকর্মীরা।