আলোক সংঘের উদ্যোগে রক্তদান শিবির, সমস্ত দানের মধ্যে রক্তদান হচ্ছে শ্রেষ্ঠ দান : মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ০১ ডিসেম্বর, ২০২৪: মানুষ মানুষের জন্য। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে তা বার বার প্রমাণিত হয়েছে। আমরা সবসময় বিভিন্ন ধরণের দান করে থাকি, তবে সমস্ত দানের মধ্যে রক্তদান হচ্ছে শ্রেষ্ঠ দান। আজ আগরতলার রামনগরস্থিত আলোক সংঘের অফিস কক্ষে আলোক সংঘের উদ্যোগে এবং এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

তিনি বলেন, একজন সুস্থ সবল পুরুষ তিন মাস অন্তর অন্তর এবং মহিলারা চার মাস অন্তর অন্তর রক্তদান করতে পারেন। পুরুষের ক্ষেত্রে প্রতি কেজিতে সাধারণত প্রায় ২৬ মিলিলিটার এবং মহিলাদের প্রতি কেজিতে সাধারণত প্রায় ১৬ মিলিলিটার উদ্ধৃত রক্ত থাকে। তাই ৩৫০ মিলিলিটার রক্ত দান করা হলে তা শরীরের উদ্ধৃত রক্তের সামান্য অংশ মাত্র। রক্তদান করা হলে নতুন করে শরীরে রক্ত তৈরি হয়। পাশাপাশি রক্তদান শরীরের জন্যও উপকারী।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রক্তদানের মতো সামাজিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মনে আত্মতৃপ্তি আসে। বর্তমানে ক্লাবগুলির পাশাপাশি ব্যাঙ্কগুলিও এধরণের সামাজিক কর্মকান্ড এগিয়ে আসছে, যা অত্যন্ত ভাল দিক। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড্রাগস এবং এইডস’র বিষয়েও সবাইকে সতর্কতা ও সচেতনতা অবলম্বনের জন্য গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, মাদকাসক্তি নির্মূল করার জন্য সরকার কিছু কর্মসূচি শুরু করতে যাচ্ছে।

এক্ষেত্রে ক্লাবগুলি নিজ উদ্যোগে উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে একাজে এগিয়ে এলে সরকার পাশে থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকই সরকারের অঙ্গ। বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা, তাপস দে প্রমুখ উপস্থিত ছিলেন৷ স্বাগত বক্তব্য রাখেন আলোক সংঘের সভাপতি আশিষ পাল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সাথে মিলিত হয়ে তাদের উৎসাহিত করেন।