রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যাক্তি, জেলা হাসপাতালে চিকিৎসাধীন

অনলাইন ডেস্ক, ০৪ ডিসেম্বর, ২০২৪: ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে চরম উত্তেজনা চললেও বন্ধ নেই বিলোনিয়া সীমান্ত দিয়ে পাচার বাণিজ্য। প্রতিনিয়ত চোরাইকারবারী চলছে। বি এস এফ, কাষ্টম ও পুলিশের মধ্যে গোপন বোঝাপড়ার দ্বারা চোরাই কারবারি প্রতিনিয়ত পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

এরই মধ্যে বুধবার বিলোনিয়া মুহুরীঘাট চেকপোষ্ট সংলগ্ন এলাকায় আহত অবস্থায় এক বাংলাদেশীকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলো বিলোনিয়া থানার পুলিশ। আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় সে সকালে বিলোনিয়া চেকপোষ্ট সংলগ্ন কাঁটাতার ডিঙ্গিয়ে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে চোরাইপথে বিলোনিয়ায় প্রবেশ করে।

সে প্রতিনিয়ত চোরাইপথে পেঁয়াজ ও রসুনের ব্যবসা করে বলে জানায়। এরই মধ্যে আজ বাংলাদেশ থেকে সে আহত অবস্থায় চোরাইপথে বিলোনিয়া প্রবেশ করে। বাংলাদেশী যুবকে কে বা কাহারা আহত করেছে সঠিকভাবে বলতে পারছে না। ঘটনার তদন্তে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ।

আহত বাংলাদেশি বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিলোনিয়া সিমান্ত দিয়ে প্রতিনিয়ত এইধরনের চোরাই কারবারীদের প্রবেশে পুলিশ, বি এস এফ ও চেকপোষ্টে কর্মরত কাষ্টম অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সকলে মনে।