অনলাইন ডেস্ক, ০৫ ডিসেম্বর,২০২৪: রাষ্ট্রীয় স্বাস্থ্য ও কার্যক্রমের অধীন স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের নিয়মিতভাবে রুটিন স্ক্রিনিং করেছেন। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মেডিক্যাল টিম পানিসাগর মহকুমা হাসপাতালের অধীনে উপ্তাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ছয়দ্রোণ এস বি স্কুলে ২ ডিসেম্বর ২০২৪ রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের স্ক্রিনিং এবং সচেতনতামূলক আলোচনা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাঃ অভিনব ধর, ডাঃ দেবমিতা বিশ্বাস। এই কর্মসূচিতে ৭৬জন ছাত্র-ছাত্রী স্ক্রিনিং করা হয়। এদের মধ্যে ৬জনের সর্দি কাশির সমস্যা ছিল, ১০জনের চর্মরোগের সমস্যা ছিল,৮ জনের দাতের সমস্যা ছিল। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা করা হয় এবং পরামর্শ প্রদান করা হয়।
স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন ডাঃ অভিনব ধর ও ডাঃ দেবমিতা বিশ্বাস। সবশেষে সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে আয়োডিনের অবাকজনিত রোগ প্রতিরোধের বার্তাসম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।