অনলাইন ডেস্ক, ০৬ ডিসেম্বর, ২০২৪: ছাত্রছাত্রীদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা থাকতে হবে৷ শুধুমাত্র বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের পাঠ্যসূচির মধ্যে না থেকে অন্যান্য প্রয়োজনীয় বইও পড়তে হবে৷ বিদ্যা ছাত্রছাত্রীদের জীবন গঠনে সহায়ক ভূমিকা নেয়। আজ মোহনপুরে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীদের মনের দিক থেকে অধুনিক হতে হবে। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে৷ ছাত্রছাত্রীদের মানবিক ও সংবেদনশীল হতে হবে৷
অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন, বর্তমানে রাজ্যেই উচ্চশিক্ষা গ্রহণের বিভিন্ন সুযোগ রয়েছে। ছাত্রছাত্রীদের এই সুযোগ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন, মন দিয়ে পড়াশোনা করলে, পরিশ্রম করলে ও লক্ষ্য ঠিক থাকলে সাফল্য অর্জন করা সম্ভব৷ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করার জন্য নিজেদের তৈরী করতে তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান।
নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, বিধায়ক নয়ন সরকার, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. হারাধন সাহা।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের শিক্ষক সংসদের সম্পাদক দেবব্রত রায়। অনুষ্ঠানে মোহনপুর মহকুমার ডা. মিলন দেবনাথ, অপর্ণা চক্রবর্তী, সায়ন সাহা ও তানিয়া দেবকে বিজ্ঞান গবেষণা, লোকসংগীত, শিক্ষার প্রসার ও ক্রিকেট খেলায় বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আগে কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহাবিদ্যালয়ের কম্পিউটার ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।