অনলাইন ডেস্ক, ০৬ ডিসেম্বর, ২০২৪: গত আগস্ট মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত কাটাখাল সংলগ্ন এলাকার পরিবারগুলিকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা, অবিলম্বে কাটাখাল বাঁধের সংস্কার করা এবং এর নাব্যতা বাড়ানো, রাধানগর স্থিত পাকা ব্রিজের উপর যত্রতত্র পার্কিং বন্ধ করা এবং লেইক চৌমুহণি বাজারে আসা ক্রেতাদের জন্য সুনির্দিষ্ট পার্কিং জোনের ব্যবস্থা করার দাবিতে শুক্রবার সিপিআইএম অভয়নগর লোকাল কমিটির পক্ষ থেকে সদর মহকুমা শাসক অফিসে একটি ডেপুটেশন প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন, স্থানীয় সিপিআইএম নেতৃত্ব কৌশিক চক্রবর্তী, প্রসেনজিৎ সিং, বিশ্বজিৎ দেব, রতন কুমার দেব সহ অন্যান্যরা। ডেপুটেশন প্রদান করার পর প্রতিনিধি দল জানান, তিন দফা দাবিতে স্মারক লিপি ডি সি এম -এর কাছে তুলে দেওয়া হয়েছে। গত আগস্ট মাসে বন্যার পর কাটাখালের বাঁধের সংস্কার হয় নি। বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে কাটাখালের বাঁধ। আগামী দিন আগরতলা শহরবাসীকে বড়সড় বিপদের মধ্যে পড়তে হতে পারে এই বাঁধের কারণে।
অবিলম্বে এই বাঁধ সংস্কার করার জন্য দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত, কাঁটাখাল সংলগ্ন বহু পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত তাদের কোন সরকারি আর্থিক সহযোগিতা করা হয় নি। রাজনীতিকরন ও দলীয়ভাবে এলাকায় চলছে আর্থিক সহযোগিতা।
তাই এগুলি বন্ধ করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করার দাবি জানানো হয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, রাধানগর স্থিত পাকা ব্রিজের উপর যত্রতত্র পার্কিং বন্ধ করা এবং লেইক চৌমুহণি বাজারে আসা ক্রেতাদের জন্য সুনির্দিষ্ট পার্কিং জোনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। ব্রিজের উপর পার্কিংয়ের ফলে একটি অ্যাম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে পারে না। প্রতিনিয়ত ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়ে থাকে। তাই এই দাবিগুলি তুলে ধরা হয়েছে বলে জানান।