অনলাইন ডেস্ক, ০৭ ডিসেম্বর, ২০২৪: শনিবার স্মার্ট সিটি প্রকল্পের অধীন পুর নিগমের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জল, স্যানিটেশন এবং হাইজিন মান বিষয়ক সিনেটাইজেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।
আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব বলেন, জল পরিষ্কার, জল সঞ্চয় এবং আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড থেকে এসেছেন প্রশিক্ষকরা। তারা কাউন্সিলর এবং কর্পোরেটরদের প্রশিক্ষণ দেবে। দুপুর ২ টা পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির বলে জানান তিনি।