অনলাইন ডেস্ক, ০৭ ডিসেম্বর, ২০২৪: শিক্ষার বেহাল অবস্থা। আন্দোলনে নামতে চলেছে এন এস ও আই। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান এন এস ইউ আই রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল। তিনি বলেন ব্যর্থ শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহাকে শিক্ষা দপ্তরের দায়িত্ব ছাড়তে হবে।
তিনি অভিযোগ করেন গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের কলেজগুলির অধ্যাপক স্বল্পতা নিয়ে ডেপুটেশন প্রদানের পাশাপাশি দিব্যাজ্যোতি প্রকল্পে ছাত্রছাত্রীদের যে হারে পকেট কাটা হচ্ছে সে ব্যাপারে সোচ্চার হতে চলেছে। তাদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থা তলান্নিতে গিয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ব্যর্থ মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে দায়িত্ব ছাড়তে হবে। নাহলে বিক্ষোভ প্রদর্শনের হুমকি দেন তিনি।