খেলো ধর্মনগর মেগা ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন রাজ্যে ক্রীড়া প্রতিভার বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে ঃ ক্রীড়ামন্ত্রী

অনলাইন ডেস্ক, ০৭ ডিসেম্বর, ২০২৪: আয়তনে ছোট হলেও বিভিন্ন দিক থেকে এগিয়ে রয়েছে আমাদের রাজ্য ত্রিপুরা। রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। রাজ্যে ক্রীড়া প্রতিভার বিকাশেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ধর্মনগরে খেলো ধর্মনগর মেগা ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথাগুলি বলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের আর্থিক সহায়তায় এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে ধর্মনগরের বিবিআই ময়দানে ৩৫দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, খেলাধুলা এখন শুধুমাত্র শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম তা নয়, খেলাধুলা এখন পেশাও।

আমাদের রাজ্যের প্রতিভাবন খেলোয়াড় দীপা কর্মকার, আর্শিয়া, আরাধ্যারা নিজেদের প্রতিভার মাধ্যমে রাজ্যের গৌরব বৃদ্ধি করেছেন। রাজ্য সরকারও রাজ্যের খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্নভাবে সহায়তা করছে। ত্রিপুরা রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে রাজ্যের খেলোয়াড়রা যারা গোল্ড মেডেল পাচ্ছেন তাদের রাজ্য সরকার ১ লক্ষ টাকা, সিলভার মেডেলের ক্ষেত্রে ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জ মেডেল প্রাপকদের ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করছে।

২০২৩-২৪ অর্থবছরে ১০০ জন খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রাজ্যে ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন স্থানে যুব আবাস নির্মাণ করা হচ্ছে। আগরতলায় উমাকান্ত মাঠের আধুনিকীকরণ করা হয়েছে। ধর্মনগরে ইনডোর হল নির্মাণের কাজ চলছে। উত্তর ত্রিপুরার পানিসাগরে আঞ্চলিক শারীরশিক্ষা মহাবিদ্যালয়ে অ্যাথলেটিক ট্র্যাক তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, বিভিন্ন দিকে এগিয়ে যাচ্ছে ধর্মনগর৷ ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

ধর্মনগরে একটি সুইমিং পুলও গড়ে তোলা হবে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার অবিনাশ রাই, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন, পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ, সমাজসেবী প্রদীপ দেববর্মা, ধর্মনগরের মহকুমা শাসক সজল দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘খেলো ধর্মনগর’ পরিচালন কমিটির কনভেনার সমাজসেবী শ্যামল নাথ। উল্লেখ্য, ‘খেলো ধর্মনগর’ ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, কবাড়ি, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম, দাবা, যোগাসন, জুডো, ওয়েটলিফটিং, পাওয়ারলিফটিং, বডিবিল্ডিং, বাস্কেট বল সহ মোট ১৯টি ইভেন্ট রয়েছে।