সশস্ত্র বাহিনীর পতাকা দিবস রাজ্যপালকে সশস্ত্র বাহিনীর পতাকা

অনলাইন ডেস্ক, ০৭ ডিসেম্বর, ২০২৪: সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে আজ সকালে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লুকে পতাকা পরিয়ে দেন রাজ্য সৈনিক বোর্ডের অধিকর্তা ক্যাপটেন (অবসরপ্রাপ্ত) পরমজিৎ সিং।

রাজ্যপাল সশস্ত্র বাহিনীর পতাকা দিবস তহবিলে অর্থদান করেন। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।