১৯তম রাজ্যভিত্তিক ওয়ানগালা উৎসবের উদ্বোধন, রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক, ০৮ ডিসেম্বর, ২০২৪: উৎসব মানে মিলন মেলা। ওয়ানগালা উৎসব গারো সম্প্রদায়ের প্রধান উৎসব। এই উৎসবের মধ্যদিয়ে জাতি জনজাতি অংশের মানুষের মিলন ঘটে। উদয়পুর নাতিন টিলায় গতকাল সন্ধ্যায় ১৯তম রাজ্যভিত্তিক ওয়ানগালা উৎসবের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন।

উদয়পুর মহকুমা প্রশাসন, ত্রিপুরা গারো ইউনিয়ন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্টানে অর্থমন্ত্রী আরও বলেন, রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। ওয়ানগালা উৎসবের মাধ্যমে গারো সম্প্রদায়ের মানুষেরা তাদের কুল দেবতার পূজা করেন।

তিনি বলেন রাজ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার জনজাতি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, গারো সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি এই উৎসবের মাধ্যমে তুলে ধরা হয়। রাজ্য সরকার গারো সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতিসহ জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির চর্চা এবং রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান অভিষেক দেবরায় বলেন, জনজাতি এলাকার সার্বিক উন্নয়নের জন্য জনজাতি এলাকার ব্লক গুলিকে এস্পিরেশনাল ব্লক হিসেবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পীরানী দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা অজয় দে প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা গারো উনিয়নের সাধারণ সম্পাদক পিন্টু চন্দ্র ঘাগড়া এবং সভাপতিত্ব করেন ত্রিপুরা গারো ইউনিয়নের সভাপতি সুভাষ মারাক। উৎসবে ৯ টি প্রদর্শনী ষ্টল খোলা হয়। রাজ্যভিত্তিক ওয়ানগালা উৎসবে রাজ্য ও বহি:রাজ্যের শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে অতিথিগণ উৎসব উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার আবরণ উন্মোচন করেন।

Recent Posts