অনলাইন ডেস্ক, ০৯ ডিসেম্বর, ২০২৪: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আজ ৯ নভেম্বর ২০২৪ রাজ্যের একটি বেসরকারি হোটেলে দু’দিন ব্যাপী মাল্টি-স্টেক হোল্ডার ন্যাশনাল কনসালটেশনের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে।
স্বাগত ভাষণ দেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাঃ সমর্পিতা দত্ত। পরবর্তী সময়ে তাতে যোগ দেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা৷ উদ্বোধনী পর্বে ছিলেন ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের পাবলিক হেলথ স্পেশালিস্ট ডাঃ চিন্ময়ী দাস, বিদ্যালয় শিক্ষা এবং উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ।
এই কর্মশালায় জেলা শাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাদের রাজ্যে শিরাপথে মাদক দ্রব্য গ্রহণকারীদের সংখ্যা যাতে হ্রাস করা যায় এবং যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সম্প্রতিককালে এইচআইভি/ এইডস বিষয়ে প্রথম এত বড় মাপের কর্মশালার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডাইরেক্টর ডাঃ অমিত দেববর্মা। এইচআইভি এইডসের প্রকোপ যাতে রাজ্যে বৃদ্ধি না পায়, বিশেষ করে শিরা পথে মাদকদ্রব্য গ্রহণের প্রবণতাকে রুখতে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এই জাতীয় স্তরের কর্মশালার আয়োজন করে।
দুদিন ব্যাপী এই কর্মসূচি রাজ্যে এইচআইভি/ এইডস প্রতিরোধে এক উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা করবে বলে একাধিক বক্তা উল্লেখ করেন। সারা রাজ্যের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মশালায় যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়েছে তা আগামী দিনে রাজ্যে এইচএভিএইচ প্রতিরোধে এক বড় ভূমিকা গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। এই কর্মশালার সুফল যাতে রাজ্যবাসী পান সেই লক্ষ্যে আগামীকালও গুরুত্বপূর্ণ আলোচনা চলবে। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরুধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।