প্রজাতন্ত্র দিবস ও পুর্ণরাজ্য দিবস কুমারঘাটে প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক, ০৯ ডিসেম্বর, ২০২৪: প্রজাতন্ত্র দিবস ও পূর্ণরাজ্য দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় কুমারঘাটের পূর্ত ময়দানে আগামী ২৬শে জানুয়ারি মহকুমাভিত্তিক প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে পূর্ত ময়দানে আয়োজিত হবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক নৃত্যানুষ্ঠান।

পুরুষ ও মহিলা বিভাগে অনুষ্ঠিত হবে টাগ-অব-ওয়ার। আয়োজিত হবে প্রভাতফেরি। ২৬ জানুয়ারি মহকুমা হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রোগীদের মধ্যে প্রশাসন থেকে ফল ও মিষ্টি বিতরণ করা হবে। এছাড়া ২৬-২৭ জানুয়ারি গীতাঞ্জলি অডিটোরিয়ামে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

পূর্ণরাজ্য দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মহকুমার শিশু শিল্পীদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে। অন্যদিকে আগামী ২৩ জানুয়ারি, ২০২৫ নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে নেতাজী চৌমুহনীতে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শুরুর আগে আগামী ২০ জানুয়ারি, ২০২৫ মহকুমার বিভিন্ন জনপদ, বাজার ও সরকারি প্রতিষ্ঠানে সাফাই অভিযান সংগঠিত করা হবে।

সবগুলো অনুষ্ঠান সুষ্ঠভাবে পরিচালনা করতে বিধায়ক ভগবান চন্দ্র দাস সকলের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানগুলোকে সময়ের সাথে সাযুজ্য রেখে সাজিয়ে তুলতেও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি সন্তোষ ধর, কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব, পেঁচারথল বিএসি’র চেয়ারম্যান সজল চাকমা, মহকুমা শাসক এনএস চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা, সমাজসেবীগণ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

Recent Posts