অনলাইন ডেস্ক, ২৯ জানুয়ারী, ২০২৫ : ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে ১২ সদস্যদের এক প্রতিনিধিদল আজ আগরতলায় এসে পৌঁছেছেন।
প্রতিনিধিদলে রয়েছেন অর্থকমিশনের সদস্য এ এন ঝা, এনি জর্জ মেথিউ, ড. মনোজ পান্ডা, সোম্যকান্তি ঘোষ, কমিশনের সচিব হৃত্বিক পান্ডে, যুগ্ম সচিব রাহুল জৈন, অধিকর্তা কে বালাজি, যুগ্ম অধিকর্তা কুমার বিবেক, উপঅধিকর্তা সন্দীপ কুমার, পিপিএস মীনা মহেন্দু এবং ক্যাশিয়ার রাজেশ কুমার শর্মা।
প্রতিনিধিদলটি আজ জিরানীয়া ব্লকের পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করে। পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সাথে মুখ্যসচিব জে কে সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পঞ্চায়েত ও ভূমি রাজস্ব দপ্তরের অধিকর্তা, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক প্রমুখ উপস্থিত ছিলেন।