অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫: শিক্ষক বদলি নিয়ে প্রতিবাদ জানানো এক প্রকার ভাবে ট্র্যাডিশন হয়ে গেছে। সংবাদ মাধ্যমের শীর্ষস্থান দখল করছে এ ধরনের খবর। ব্যতিক্রম হয়নি সোমবার। এদিন শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পড়ুয়াদের।
কুর্তি গ্রাম পঞ্চায়েতের অধীন মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী রয়েছে ১০১ জন। শিক্ষক রয়েছে মাত্র দুই জন। তার মধ্যে বিদ্যালয়ের ইনচার্জ প্রদীপ দত্তকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। এই খবর শুনার পর সোমবার সকালে বিদ্যালয়ের পড়ুয়ারা কুর্তি-কদমতলা সড়ক অবরোধে সামিল হয়।
সড়ক অবরোধের খবর পেয়ে বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ছাত্র-ছাত্রীদের জানান শিক্ষক প্রদিপ দত্তর পরিবর্তে অপর একজন শিক্ষক প্রদান করা হয়েছে বিদ্যালয়ে। মঙ্গলবার তিনি জয়েন করবেন। তারপর ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান জানান দুই জন শিক্ষক দিয়ে বিদ্যালয় চালানো সম্ভব নয়। তাই তিনি দাবি জানান বিদ্যালয়ে যেন আরও কয়েকজন শিক্ষক প্রদান করা হয়।