রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বন্দে ভারত চালু ও শিল্প নগরীতে নতুন রেল ট্র্যাকের দাবি রাখলেন মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫: রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাতে মিলিত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বৈঠকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা শিক্ষা, পরিকাঠামো এবং প্রযুক্তি সম্পর্কিত মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তাঁর বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিদ্যাজ্যোতি স্কুলগুলির আরো উন্নয়ন, মহিলা কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে (টিআইটি) একটি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীতকরণের বিষয়ে আলোচনা করেছেন। মূলত, এধরণের উদ্যোগের মাধ্যমে রাজ্যে শিক্ষা ক্ষেত্রকে আরো প্রসার করা এবং ছাত্রছাত্রীদের জন্য আরও ভাল সুযোগ তৈরি করার উপর গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি এদিনই নয়াদিল্লির রেল ভবনে কেন্দ্রীয় রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আয়োজিত পৃথক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রেলওয়ে পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। রেলওয়ে পরিকাঠামোর উন্নয়নের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বন্দে ভারত ট্রেন চালু করা, আগরতলা ও গুয়াহাটির মধ্যে একটি আন্তঃশহর ট্রেন, ধর্মনগর ও সাব্রুমের মধ্যে লোক্যাল ট্রেন, বোধজংনগর-জিরানিয়া (শিল্প নগরী) এবং ধর্মনগর-কৈলাশহরের মধ্যে নতুন রেলওয়ে ট্র্যাক স্থাপনের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

এছাড়াও কৃষকদের জন্য আগরতলা এবং গুয়াহাটির মধ্যে সংযুক্ত একটি কিষান ট্রেন পরিষেবা চালু করারও প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আইটি-সম্পর্কিত বিষয় সহ রাজ্যের আইটি পরিকাঠামো বৃদ্ধি করা এবং ডিজিটাল ক্ষেত্রের উন্নয়ন নিয়েও কেন্দ্রীয় মন্ত্রী শ্রী বৈষ্ণবের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

Recent Posts

পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার উপর জনসচেতনতা ও নিবন্ধীকরন শিবির অনুষ্ঠিত, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা : মেয়র