অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫: রাজধানীর অন্যতম ব্যস্ত বাজার হলো এম বি টিলা বাজার। বাজারটি আধুনিককরণ এবং বিজ্ঞান সম্মতভাবে নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। তারপর এক কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয় করে বাজারটি আধুনিকরনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু হয় পরিকল্পনা মাফিক কাজ।
আগামী এপ্রিল মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বুধবার বাজারে কাজকর্ম পরিদর্শন করেন। তিনি বলেন আধুনিক ও বিজ্ঞানসম্মতভাবে গড়ে উঠছে এই বাজারটি। আগামী দিন উপকৃত হবে বাজারের ব্যবসায়ীরা। পুরনো ২৮ জন ব্যবসায়ীকে নয়া সেডঘর থেকে ২৮ টি স্টল বন্টন করা হবে।
তবে বাজারের সবচেয়ে বড় সমস্যা হল রাস্তা দুপাশে দূরদূরান্ত থেকে এসে জনজাতি পুরুষ মহিলা সবজি বিক্রি করে। এলাকায় রয়েছে অরুন্ধতীনগর গোডাউন। প্রতিনিয়ত রাস্তা দিয়ে চলাচল করে পণ্যবাহী লরি। যেকোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকায় এই বাজার শেড ঘরটি অনেকটাই উপকারে আসবে।