অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫: বুধবার সকালে আগরতলা শহরে জোড়া মৃতদেহ উদ্ধার হয়। একটি মৃতদেহ উদ্ধার হয়েছে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের মাঠ থেকে, অপর মৃতদেহটি উদ্ধার হয়েছে রাজধানীর পূর্ব শিবনগর এক ভাড়া বাড়ি থেকে। শহরের বুকে দুটি মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এদিন সকালবেলা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি মৃত ব্যক্তির বাড়ি রাজধানীর বড়জলা স্থিত নেপালি বস্তি এলাকায়। গত কয়েক মাস ধরে লেক চৌমুহনী বাজারে ভবঘুরের মত ঘুরে বেড়াতেন এই ব্যক্তি।
বুধবার সকালে মৃতদেহ উদ্ধার হওয়ার পর স্থানীয়দের মধ্যে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। কেউ কেউ মনে করছে অস্বাভাবিক মৃত্যু। কারণ মৃত ব্যক্তির কান সহ বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত। কেউ কেউ মনে করছে ইঁদুর কিংবা কুকুরে মৃত ব্যক্তির কান খেয়ে ফেলেছে। তবে স্বামী বিবেকানন্দ ময়দানে সন্ধ্যার পর থেকে নেশাখোরদের এক আস্তানা গড়ে উঠে। পুলিশ অসুস্থ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে বিষয়টি তদন্ত না করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
এখন দেখার বিষয় কতটা সুষ্ঠু তদন্ত হয়। অপরদিকে রাজধানীর পূর্ব শিবনগর স্থিত অনীক ক্লাবের পাশে এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় এক ছাত্রের মৃতদেহ। মৃত ছাত্রের নাম বিপুল জমাতিয়া। বাড়ি মহারানীতে। আগরতলায় ভাড়া থেকে পড়াশোনা করত সে। বাড়ির মালিক কমল কুমার পাল জানান, মৃত ব্যক্তির নাম বিপুল জমাতিয়া। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছেন। বুধবার সকালে তিনি বিপুল জামাতিয়া ঘরে প্রবেশ করতেই দেখতে পায় মৃতদেহ পড়ে আছে।
তিনি আরো জানান, বিপুল জমাতিয়া এম বি বি কলেজের ছাত্র। গত পরশু দিন তাকে দেখতে পেয়েছিল বাড়ির লোকজনেরা। মৃত্যুর কারণ নিয়ে তাদের সকলের মধ্যে সংশয় রয়েছে। এদিকে মৃত ছাত্রের বাবা অনন্ত কুমার জমাতিয়া জানান, সে শারীরিকভাবে অসুস্থ ছিল। যার কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে করছে তারা। তিনি আরো জানান, মঙ্গলবার সকাল থেকে সে ফোন রিসিভ করছিল না। আজকে তারা তাকে দেখতে এসেছিল। মাঝ রাস্তায় আসার পর বাড়ির মালিক ফোন করে জানায় তার মৃত্যু হয়েছে। দুটি মৃত্যুর ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।