অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫: রাজধানীর আয়তোরমার বিল্ডিংয়ে আবারো অঘটন ঘটল সোমবার সকালে। এদিন দুই বিউটি পার্লারের মালিক ও কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন। ঘটনার বিবরণে জানা যায়, আয়তোরমার বিল্ডিং -এর তিতলে আগে থেকেই একটি বিউটি পার্লার ছিল।
গত কয়েকদিন ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন হয়েছে আরও একটি নতুন বিউটি পার্লার। তারপর দুই বিউটি পার্লারের মধ্যেই শুরু হয় রেষারেষি। সোমবার সকালে নয়া বিউটি পার্লারের বার্থডে পার্টির ফুল সিঁড়িতে পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করে পুরনো বিউটি পার্লারের মালিক ও কর্মীরা। বিষয়টি পরবর্তী সময় জিজ্ঞাসা করতে যায় পুরনো বিউটি পার্লারের মালিকের কাছে নয়া বিউটি পার্লারের কর্মীরা। তারপরেই শুরু হয় বাক বিতান্ডা।
একটা সময় পরিস্থিতি এতটাই হাতের নাগালের বাইরে চলে যায় যে দুই যুবতী সহ এক মহিলা ও এক যুবক মিলে অপর বিউটি পার্লারের মালিক বিজয় পোদ্দার সহ তার দোকানের কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে। তারপর খবর পেয়ে আশেপাশে লোকজন ছুটে যায় সেখানে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ। পুলিশ এসে দুই যুবতী এবং এক মহিলা সহ এক যুবককে আটক করে। এদিকে পুলিশ সাগর সরকার নামে এক যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায় কোন পক্ষ থেকে তাদের কাছে মামলা হয়নি। মামলা হলে গোটা বিষয়টি তদন্ত করা হবে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।