অনলাইন ডেস্ক,২০ ফেব্রুয়ারী, ২০২৫: শিশু, কিশোর, মহিলা ও প্রবীণ সহ সকল অংশের মানুষের কল্যাণে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তেলিয়ামুড়ায় সিডিপিও অফিস ভবনের উদ্বোধনের ফলে এই এলাকার শিশুদের পুষ্টি ও মাতৃসুরক্ষায় সরকারি কর্মসূচি রূপায়ণের কাজ সহজ হবে।
আজ তেলিয়ামুড়া সিডিপিও অফিসের নবনির্মিত ভবনের ফার্স্ট ফ্লোরের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় একথা বলেন। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, রাজ্যের গ্রামীণ এলাকার মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য স্বসহায়ক দলগুলির মধ্যে গত পাঁচ বছরে প্রায় ১৬০০ কোটি টাকা ঋণ ও রিভলভিং ফান্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে বর্তমানে ৫৪টি প্রকল্প চালু রয়েছে।
অনুষ্ঠান উপলক্ষে পোষণ প্রকল্পে তেলিয়ামুড়া আইসিডিএস প্রজেক্টের অধীন ৪টি সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিশুদের বিনোদন ও সুস্বাস্থ্যের জন্য স্মার্ট টিভি এবং ওয়াটার পিউরিফায়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায় বলেন, রাজ্যে উন্নয়নের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। রাজ্যে আনুপাতিক হারে যত সংখ্যক সামাজিক ভাতা দেওয়া হয় তা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া পুরপরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী এবং তেলিয়ামুড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিও পৃথিলা প্রসূন দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার।