শান্তিরবাজারে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সভা

অনলাইন ডেস্ক,২০ ফেব্রুয়ারী, ২০২৫: শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ের সভাকক্ষে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকরি ভূমিকা গ্রহণের উপর আজ এক সভা অনুষ্ঠিত হয়। মহকুমা শাসক মনোজ কুমার সাহা সভায় সভাপতিত্ব করেন।

পূর্ত দপ্তর, ত্রিপুরা বিদ্যুৎ নিগম, শিক্ষা দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, প্রাণীসম্পদ বিকাশ দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, আরক্ষা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় প্রতিটি দপ্তরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ক্যুইক রেসপন্স টিম গঠন করা হবে অথবা টিমগুলি পুনর্গঠন করা হবে।

এছাড়াও বাল্য বিবাহ রোধ, নেশা জাতীয় দ্রব্য বর্জনের বিষয়ে জনসচেতনতা তৈরির উপর গুরুত্বারোপ করে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Recent Posts

পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার উপর জনসচেতনতা ও নিবন্ধীকরন শিবির অনুষ্ঠিত, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা : মেয়র