অনলাইন ডেস্ক,২০ ফেব্রুয়ারী, ২০২৫: ত্রিপুরা ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (টিআইডিসিএল) বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের প্রক্সিমা রাবার্স প্রাইভেট লিমিটেডের জমি ও স্থায়ী সম্পদ আজ অধিগ্রহণ করেছে। এই শিল্প ইউনিটটি দীর্ঘদিন ধরে বন্ধ এবং পরিত্যক্ত অবস্থায় ছিলো।
বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে মূল্যবান জমি অব্যবহৃত অবস্থায় থাকায় নতুন শিল্প ইউনিটগুলিকে জমি বরাদ্দ করা যাচ্ছিলো না। তাছাড়াও এই শিল্প ইউনিটের কাছ থেকে জমির ভাড়া বাবদ প্রায় ২১,৬১,৯৮৪ টাকা বকেয়া ছিলো এবং এই শিল্প ইউনিটের মালিক কর্পোরেশনের কাছ থেকে বকেয়া ভাড়া পরিশোধের জন্য ডিমান্ড নোটিশেরও জবাব দিচ্ছিলেন না।
তাই টিআইডিসিএল ত্রিপুরা পাবলিক প্রিমিসেস আইনের অধীনে নির্মিত এই শিল্প ইউনিটের পরিকাঠামো সহ জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রক্সিমা রাবার্স প্রাইভেট লিমিটেডের ৩.০০ একর জমি পুনর্ব্যবহারের জন্য অধিগ্রহণ করা হয়েছে। বিনিয়োগের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অধিগৃহীত জমি নিয়ম অনুসারে নতুন শিল্প স্থাপনের জন্য বরাদ্দ করা হবে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওএসডি এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।